আমি মোছাঃ ফাতেমা খাতুন, স্বামীঃ মুহাম্মদ আব্দুল মান্নান, গ্রামঃ পূর্বখড়িবাড়ী ডাকঘরঃ টেপাখড়িবাড়ী, উপজেলাঃ ডিমলা, জেলাঃ নীলফামারী। 1995 ইং সালে তৎকালীন সভাপতি জনাব মোঃ আজিজার রহমানের সহযোগীতায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে টেপা খড়িবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালিয়টি স্থাপিত হওয়ার পর অনেক শ্রমের বিনিময়ে 01/01/1996 সালের বিদ্যালয়টি পূর্বানুমতি হয়। 01/01/1997 ইং সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয়।
একাডেমিক স্বীকৃতির পর দীর্ঘ চার বৎসর বিনা বেতনে পাঠদানের পর 01/05/2002 ইং সালে প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত হয়। এমপিও ভূক্তির সময় থেকে দীর্ঘ 10 বৎসর পর 2012 ইং সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায় এবং 2016 ইং সালে মানবিক ও বিজ্ঞান শাখাসহ স্বীকৃতি প্রাপ্ত হয়। 4 বৎসর এসএসসি পাশের সন্তোষজনক ফলাফলের পর 2019 সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক পর্যায়ে মানবিক ও বিজ্ঞান শাখা এমপিও ভূক্ত হয়।
চাকুরীর শুরু থেকে বিদ্যালয়ের উন্নয়নকল্পে পড়ালেখার মান উন্নয়ন, ছাত্র/ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি এবং ঝড়েপড়া রোধ বিষয়ে শিক্ষক/শিক্ষিকা অভিভাবক , স্থানীয় হিতাকাঙ্ক্ষী ব্যক্তি বর্গের সহিত সকলের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করে আসিতেছি। বিদ্যালয়ের নিয়মিত কমিটি গঠন এবং অনুমোদন যথাসময়ে সম্পন্ন করিয়া থাকি।
অভ্যন্তরীণ অডিট,কোম্পানী অডিট, মিনিস্টারী অডিট এবং ডিআইএ অডিট সময়মত সম্পন্ন করিয়া আসিতেছি। সরকারি নির্দেশনা মোতাবেক বার্ষিক শিক্ষা জরিপ প্রতি বছরই বিদ্যালয়ের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা হয়।
বিদ্যালয়ের পরিবেশ ভালোরাখার ক্ষেত্রে প্রতি বছরই শিক্ষক-অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে সর্বদাই সচেষ্ট থাকি এবং ভালো ফলাফল অর্জন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে থেকে অবসর কালীন সময় পর্যন্ত নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করিব ইনশা-আল্লাহ।